কিভাবে FRRO করবেন / হাসপাতাল পরিবর্তন করবেন

e frro

eFRRO ওয়েবসাইট থেকে হাসপাতাল পরিবর্তন করতে পারবেন।

* হাসপাতাল পরিবর্তনের জন্য FRRO এর পারমিশন পেশেন্ট এবং এটেনডেন্ট সবাইকে নিতে হবে।

* রেজিস্ট্রেশনের জন্য ভারতীয় Mobile Number এবং valid email id লাগবে।

* E- FRRO তে এপ্লাই করার সময় আপনাকে ভারতে উপস্থিত থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

১) ছবি – JPG Format

২) পাসপোর্ট এর PDF কপি

৩) ভিসার PDF কপি

৪) Form – C (এটা হোটেল থেকে দেবে, যেদিন হোটেলে উঠবেন সেদিন বলবেন যে আমাকে আগামীকাল Form – C দিতে হবে। হোটেল কর্তৃপক্ষ যদি Form – C দিতে রাজি হয় তাহলেই হোটেল উঠবেন। না হলে হোটেল পরিবর্তন করে যারা Form – C দিবে সেই হোটেলে উঠবেন। মনে রাখবেন – Form C ছাড়া কোনভাবেই হাসপাতাল পরিবর্তন এর আবেদন accepted হবে না।

৫) হাসপাতাল পরিবর্তনের কারণ (এপ্লিকেশান এর মত করে লিখতে হবে)

৬) পেশেন্টের মেডিক্যাল সার্টিফিকেট (হাসপাতালের লেটার হেড প্যাডে হতে হবে, ডাক্তারের নাম ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডাক্তারের সিগনেচার সহ থাকতে হবে)