ইন্ডিয়ান ভিসা প্রত্যাখান এর সম্ভাব্য কারন সমূহ

FB IMG 1672849293991


ইন্ডিয়ান ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ আবেদনকারীর ফর্মে কোন ভূল তথ্য পুরন করলে।
কোন ডকুমেন্টস জাল/নকল সংযুক্ত করলে।
পাসপোর্ট এবং ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের সাথে গড়মিল থাকলে।
ভিসা সেন্টারে আপনার ডকুমেন্টস জমা দেয়ার পরদিন যদি হাই কমিশন থেকে ফোন দেয়? আর আপনি যদি সঠিক তথ্য দিতে না পারেন তাহলে আপনার ভিসাটি রিফিউজ হয়ে যাবে।
ভ্রমন ভিসা বা অন্য কোন ভিসা নিয়ে গিয়ে Over Stay করে ইলিগ্যাল ভাবে ফিরে আসলে।
আবেদন পত্র এবং বিদুৎ বিলের ঠিকানা গড়মিল থাকলে।
পুরোনো ছবি দিয়ে অথবা ২”× ২” ছবি ছাড়া আবেদন করলে।
পাসপোর্টে ENTRY REFUSED/OFFLOAD সিল রিমুভ না করে আবেদন পত্র জমা করে দেয়া।
পাসপোর্ট এর সাথে মিল না রেখে আবেদন পত্রে স্বাক্ষর করে দেয়া।
প্রফেশন প্রুফ NOC এবং ডলার এন্ড্রোসমেন্ট নকল দিলে।
পাসপোর্ট এর ৪৩ নাম্বার পৃষ্ঠায় Applied সিল থাকা অবস্থায় আবেদন পত্র জমা করে দেয়া।
পেশাগত তথ্য ভূল দিলে বা মনগড়া মতো ডকুমেন্টস দিলে।
ব্যাংক স্টেটমেন্ট গত ৬ মাসের না দেয়া বা ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার টাকার কম দেখানো।
পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা না থাকা।
আপনার পাসপোর্ট ৬ মাসের কম মেয়াদ থাকা অবস্থায় ভিসার জন্য আবেদন পত্র জমা করে দেয়া।
পুরোনো সকল পাসপোর্ট সংযুক্ত না করলে অথবা হারানো পাসপোর্ট এর লিগ্যাল ডকুমেন্টস জমা না দিলে। ইত্যাদি

Mentioned with thanks:
YOUR VISA APPLICATION IS VALID FOR 7 CALENDER DAYS. PLEASE SUBMIT WITHIN VALIDITY.

Keep social distancing, Stay safe, stay healthy & stay with us.

দক্ষ ভিসা এক্সপার্টদের সহায়তা নিতে যোগাযোগ করুন :

ট্রিট এক্সপার্ট, ২০৪, হাজিনগর, ডেমরা, ঢাকা ।

01716124124 / 09696124124